জেলার খবরবিনোদন

বিদ্যালয় ভিত্তিক নাট্য আলোচনা গোবরডাঙা মৃদঙ্গমের

নীরেশ ভৌমিক : প্রতিবছরের মতো এবছরও গোবরডাঙ্গা মৃদঙ্গম বিদ্যালয় ভিত্তিক নাট্যআলোচনার আয়োজন করেছিল গত ১১ অক্টোবর 202৩, বিষ্ণুপুর নির্মলা প্রভা উচ্চ বিদ্যালয় – এ । এটি ছিল গোবরডাঙা মৃদঙ্গম –এর এক অভিনব উদ্যোগ । বিদ্যালয়ে পঠন – পাঠনের সাথে সাথে ছাত্র, ছাত্রিদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, সমাজ সচেতন বোধ প্রভৃতি বিষয়ে থিয়েটার যে কতটা গুরত্বপুর্ন ভুমিকা গ্রহন করতে পারে।

সেই দিক গুলকেই আলকপাত করা হয় এই আলোচনা সভার মধ্য দিয়ে। এই দিন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গার বিশিষ্ট নাট্য গবেষক, সাংবাদিক, শিক্ষক মানিনীয় শ্রী পবিত্র মুখোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট নাট্যকার, হাবড়া নান্দনিক এর পরিচালক মাননীয় শ্রী দেবব্রত দাস মহাশয়, কলকাতার বহুরুপী নাট্য সংস্থার দীর্ঘ ৩৫ বছরের বিশিষ্ট নাট্যকর্মী মাননীয় শ্রী অসিত বরণ সরকার মহাশয়,

এছারাও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী কল্যান চন্দ্র দাস মহাশয়। সমগ্র আলোচনাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার কর্ণধার ও নাট্য পরিচালক বরুণ কর মহাশয়। সর্বপ্রথমে সমস্ত অথিতি বক্তাদের কে গোবরডাঙ্গা মৃদঙ্গম-এর পক্ষ থেকে পুস্পস্তবক ও উত্তরীও পড়িয়ে বরণ করে নেওয়া হয়।

বরণ করে নেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এবং ঠাকুরনগর অনুরঞ্জন নাট্য সংস্থার পরিচালক মিন্টু মজুমদার। বরণ শেষে একে একে অথিতি বক্তারা তদের মূল্যবান বক্তব্য রাখেন যা উপস্থিত ছাত্র- ছাত্রিদের মধ্যে ভালো প্রভাব বিস্তার করে। যার ফলস্বরূপ এই আলোচনার মধ্যে থিয়েটার –এর প্রতি তাঁদের ভালবাসা সবার সামনে ব্যাক্ত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ঘোষণা করেন আগামী দিনে এই ধরনের নাট্যআলোচনার আয়োজন আরও করবেন । সর্বশেষে সংস্থার কর্ণধার অথিতি বক্তাদের ও বিদ্যালয়কে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো বেশি করে এই ধরনের বিদ্যালয় ভিত্তিক নাট্য আলোচনা করাতে পারেন সেই আশা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *