বিদ্যাসাগর এর জন্মদিনে নাট্যানুষ্ঠান চৌগাছা হাইস্কুলে
নীরেশ ভৌমিক : পরধীন ভারতে শিক্ষার প্রসার বিশেষ করে নারী শিক্ষার প্রসারে যার অবদান অপরিসীম সেই বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে করে গাইঘাটা ব্লকের চৌগাছা মডেল একাডেমির শিক্ষক শিক্ষার্থীগন।
স্থানীয় গনদর্পন নাট্য সংস্থার নির্দেশনায় পরিবেশিত হয় বিশিষ্ট নাট্য নির্দেশক বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মিলন কর্মকার রচিত ও নির্দেশিত নাটক নারী শিক্ষা ও নারী মুক্তি। বিদ্যাসাগরের জীবন ও কর্মের উপর রচিত নাটকটি মিলন বাবুরই লেখা।
মিলন বাবুর উদ্বোগে ও বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শংকর চক্রবর্তীর সহযোগিতায় গনদর্পন নাট্য সংস্থা আয়োজিত সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত এক নাট্য কর্মশালায় নাটকটি প্রস্তুত হয়। বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির জনা ত্রিশ শিক্ষার্থী নাটকটিতে অভিনয় করে।
২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্রের জন্মজয়েন্তী মর্যাদা সহকারে উদযাপন করেনসকল শিক্ষক শিক্ষার্থীগন। শিক্ষার প্রসারে বিদ্যালয় স্থাপন ও বিধবা বিবাহ প্রচলন সহ সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন শ্রী চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীগন।
পড়ুয়াগন পরিবেশিত মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হয় বিদ্যাসাগরের জীবন ও কর্মের উপর রচিত নাটকটি যা সমবেত শিক্ষক শিক্ষার্থীগনের প্রশংসা লাভ করে। পৌনে এক ঘন্টার নাটকটিতে শিক্ষার্থীগন দারুন অভিনয় করেন। মিলন কর্মকারের নির্দেশনায় সমস্ত উপস্থাপনাটি উপস্থিত সকল দর্শকের মনের মনিকোঠায় স্থান করে নেয়।