বিদ্যুত্ বিল এবার আর তিন মাসের নয়,গ্রাহকদের দীর্ঘ দিনের দাবী মেনে বিদ্যুত্ বিল হবে প্রতি মাসেই
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিদ্যুত্ বিল এবার আর তিন মাসের নয়,গ্রাহকদের দীর্ঘ দিনের দাবী মেনে বিদ্যুত্ বিলে আনা হতে পারে বড়সড় পরিবর্তন। জানা গেছে বুধবার বিধানসভায় নাকি এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিপুর্বে রাজ্য বিদ্যুত্ পর্ষদের গ্রাহকদের অনেকেরই অভিযোগ ছিল তিন মাস অন্তর বিল দেওয়ার ফলে তাঁদের উপর চাপ বাড়ে।
আবার ৩ মাস অন্তর বিদ্যুত্ বিল বেশি আসে বলেও অভিযোগ। অনেকে আবার অভিযোগ করেছেন, ৩ মাস অন্তর বিল চোকাতে গিয়ে প্রতি ইউনিটের দাম বেশি পড়ে। সুত্রে প্রকাশ, এই অবস্থায় প্রতি মাসেই যাতে গ্রাহকরা বিল হাতে পাই তারই ইঙ্গিত দিলেন বিদ্যুত্মন্ত্রী।