বিনাব্যয়ে স্বাস্থ্য-পরীক্ষা ও স্বাস্থ্য-সচেতনতা শিবির হল মছলন্দপুর-২ এর বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠ (উ.মা.)-এ
নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও, বিনাব্যয়ে স্বাস্থ্য-পরীক্ষা ও স্বাস্থ্য-সচেতনতা শিবির, পেনশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং সিদ্ধেশ্বর মেমোরিয়াল রিসার্চ ফাউন্ডেশনের যৌথ-উদ্যোগে, আয়োজিত হয়েছিল বিনাব্যয়ে স্বাস্থ্য-পরীক্ষা ও স্বাস্থ্য-সচেতনতা শিবির, গত ১১ই জানুয়ারি (২০২৫), শনিবার, সকাল সাড়ে ন’টা থেকে। এবারের শিবির অনুষ্ঠিত হলো মছলন্দপুর-২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠ (উ.মা.)-এ। এই শিবিরে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মী ছাড়াও বাউগাছি অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। বিশিষ্ট হৃদরোগ-বিশেষজ্ঞ ডা. প্রকাশচন্দ্র মন্ডল মোট ১০৬জনের এবং বিশিষ্ট ফিজিক্যাল-মেডিসিন বিশেষজ্ঞ ডা. সিদ্ধার্থ অধিকারী ৪২ জনের স্বাস্থ্য পরীক্ষা করে সু-পরামর্শ দান করেন। এবারের শিবিরে নতুন যে পরিষেবা সংযোজিত করা হয়েছে — অতি-স্বল্প-মূল্যে ইসিজি (ECG) করানোর সুযোগ। বারাসাতের সুপরিচিত গণ ল্যাবরেটরির প্রশংসনীয় সহযোগিতায় ৯২জনের ইসিজি করানো হয়। চিকিৎসা-পর্বের শেষে পূর্ব-ঘোষণা অনুযায়ী শুরু হয় স্বাস্থ্য-সচেতনতা-বিষয়ক সেমিনার। ডা. প্রকাশচন্দ্র মন্ডল প্রযুক্তির সহায়তাসহ অত্যন্ত সহজ ভাষায় হৃদরোগ ও বিবিধ রোগব্যাধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । এই সেমিনারে বিদ্যাপীঠের দশম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তো বটেই, শিক্ষক-শিক্ষিকাসহ ১৫০জনেরও বেশি মানুষের সোৎসাহ উপস্থিতি, প্রশ্নোত্তর-পর্বে অংশগ্রহণ বিগত বছরগুলির সাফল্যকেও ছাপিয়ে গেছে । এই সাফল্যে আয়োজক সংগঠনগুলির সুপরিকল্পিত পদক্ষেপের পাশাপাশি বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠ, মছলন্দপুর-১নং এবং মছলন্দপুর-২নং গ্রাম-পঞ্চায়েতের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কথা বারবার উল্লেখ করতেই হয় ।