গ্রামের খবর

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলো হেলেঞ্চার ‘আপনজন ক্লাব’

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চার স্বনামধন্য আপনজন ক্লাব এর উদ্যোগে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আপনজন ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় ও পরিচালনায় এবং চাঁদপাড়া ‘আইরিশ ‘ এর ডা. অর্ণব দাশগুপ্ত ৭০ রোগী দেখেন বিনামূল্য। ডাক্তারবাবুর সহযোগী হিসেবে আইরিশ পক্ষ থেকে ছিলেন শর্মিষ্ঠা চন্দ্র দত্ত এবং উত্তম নাথ।


এই মহতী কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে খুবই উৎসাহ ছিল। আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন সরকার (বাপি) ‘আলোর দিশারী’র সম্পাদক সুজল বৈদ্য, সমাজসেবী স্বপন মন্ডল, সমাজসেবী সত্যেন বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক কবি বাদল কৃষ্ণ সরকার, কুহু-কেকা পত্রিকার সম্পাদক গোবিন্দলাল বিশ্বাস, সমাজসেবী বিকাশ বিশ্বাস, সমাজসেবী শিক্ষিকা মাধুরী সরকার,

শিক্ষক নির্মল বালা, শিক্ষক লিটন ঠাকুর সহ একাধিক ক্লাব সদস্য।এদিন ক্লাব সম্পাদক চন্দন সরকার বলেন,- “আমরা প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এ বছর দীপাবলিতে আমরা ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সেখানে ৪০ জন রক্ত দান করেছিলেন।

এর পাশাপাশি আজ আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছি। আজ ৭০ জন সাধারণ মানুষ ডাক্তার দেখিয়েছেন। মানুষের মধ্যে অনেক উৎসাহ দেখেছি, আগামীতেও আমরা এইভাবে মানুষের পাশে থাকবো। তাই এলাকাবাসীর কাছে আবেদন আমাদের পাশে থাকবেন আমরাও সব সময় আপনাদের পাশে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *