বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো রবীন্দ্র নাট্য সংস্থার ২৪তম “রাখি বন্ধন” উৎসব
নীরেশ ভৌমিক : ৩০ আগস্ট বুধবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থার ২৪তম “রাখি বন্ধন” উৎসব।
গোবরডাঙ্গা ১ নম্বর রেলগেটের কাছে মনসা তলা মোড়ে অনুষ্ঠান প্রাঙ্গণে মানুষের উৎসাহ ছিল চোখে পরার মতো।
উৎসবে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা, পলাশ মণ্ডল, বাসুদেব মুখোপাধ্যায়, মনিকনিকা হালদার, প্রভাস বিশ্বাস, দেবব্রত মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আলোবর্তিকা ভট্টাচার্য্য, অঞ্জলী মৃধা, শ্রেয়সী ঘোষ, মন্দিরা মুখার্জি, ঈশিতা বিশ্বাস, অঙ্কিতা চৌধুরী, তৃষা গোস্বামী, সমগ্র নৃত্য পরচালনা করেন ঋতুপর্ণা মুখার্জি।
রাখি বন্ধন অনুষ্ঠান ও তার বিশেষত্ব পর্যালোচনা করেন নীরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা, পলাশ মণ্ডল, বাসুদেব মুখোপাধ্যায়, প্রভাস বিশ্বাস, দেবব্রত মজুমদার প্রমুখ।
আবৃত্তি পরিবেশন করেন সাধনা মজুমদার, মনিকর্নিকা হালদার। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সেন। সংস্থার শতাধিক শিশু কিশোর পথ চলতি সর্বস্তরের তিন হাজার মানুষের হাতে রাখি পরিয়ে মিত্রতার বন্ধনে আবদ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।