জেলার খবরস্বাস্থ্য

বিভিন্ন প্রকার দাবীদাওয়ার ভিত্তিতে কর্ম-বিরতি পালন বাগদা ব্লকের আশাকর্মীদের, জাতীয় কর্মসূচী পালস্ পোলিও প্রোগ্রামেও অংশ গ্রহন করবে না তারা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের আশাকর্মীরা এক গুচ্ছো দাবীদাওয়ার ভিত্তিতে ১লা মার্চ ২০২৪ থেকে থেকে লাগাতার আন্দলোনে নামার সিদ্ধান্ত নিলো বলে জানা গেছে।

আজ সকালে বাগদা গ্রামীন হাসপাতাল ও বাগদা বিডিও অফিস চত্তরে আশা কর্মীরা অসংখ্য ফেস্টুন নিয়ে সমাবেশ ও শ্লোগানে শ্লোগানে মুখোর হয়ে এক মিছিল করে।

তাদের বক্তব্য, ন্যায্য দাবীদাওয়া গুলির বিষয়টি না মিটা পর্যন্ত তাদের সংগঠনের সকল সদস্যা কর্ম-বিরতি পালন করবে।

সেই সাথে কোন সদস্যাই আগামী ৩রা জুন জাতীয় কর্মসূচী পালস্ পোলিও প্রোগ্রামেও অংশ গ্রহন করবে না বলে ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *