মনোহর পুরে সাড়ম্বরে উদয়াপিত হল বিলুপ্ত প্রায় ‘মাঘ মন্ডল ব্রত’
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রায় বিলুপ্ত মাঘ “মন্ডল ব্রত” বা “বাঙালী র সূর্য পূজা”।কুমারী মেয়েদের এই ব্রত। ভালো স্বামী – পুত্র লাভ করাই এই ব্রত উদযাপনের উদ্দেশ্য। পুরো মাঘ মাস ব্যাপী কুমারীরা এই ব্রত পালন করে।মাঘের শুরুর দিন থেকে সংক্রান্তি পর্যন্ত ব্রতপালনকারী ভোরবেলা স্নান করে গান করে।মাঘের শেষ দিন ঘটা করে পূজা করা হয়। মাটির সুদৃশ্য মঞ্চ তৈরী করে।
সেখানেই মূল অনুষ্ঠান হয়। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মনোহর পুর গ্রামে এই ব্রত জাক জমক পূর্ন ভাবে অনুষ্ঠিত হলো। একেবারেই বন্ধ হয়ে যাওয়া এই ব্রত সম্প্রতি আবার ৩ বছর ধরে শুরু হয়েছে।পূজা উপচারের প্রসাদের সাথে খিচুড়ি,নিরামিষ ভোজের ব্যবস্থা হয়।
সঙ্গে এই অনুষ্ঠানের উপযোগী গান – বাজনা হয়ে থাকে।লোকসংস্কৃতি অনুরাগী, শিক্ষক অনুপ বিশ্বাসের উৎসাহে, পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান নতুন করে আবার শুরু হয়েছে।এবং যে সব কুমারী এই ব্রত পালন করেছে তাদের উৎসাহিত করতে নতুন বস্ত্র দেওয়া হয়।
এবারের অনুষ্ঠানে মনোহরপুর গ্রামসহ আরো বিভিন্ন গ্রামের মানুষ অংশগ্রহণ করেন, আইসঘাটা,ভবানীপুর, চকবেয়াড়া ইত্যাদি এলাকার মানুষ।তারা নিরামিষ ভোজও গ্রহণ করেন। দিয়া মৃধা, হিয়া মৃধা,প্রিয়া ভক্ত,পূজা মহান্ত এই সব কুমারী ব্রত পালন করে।
এদের সর্বতভাবে উৎসাহ যুগিয়েছেন দিপালী ভক্ত,বাসন্তী মৃধা,পূর্ণিমা বৈরাগী,মাধব ব্যাপারী এবং গ্রামের মানুষ। অতিথিদের মধ্যে ছিলেন নির্মলা বিশ্বাস, সাংবাদিক উত্তম সাহা, শিক্ষক – সংস্কৃতি প্রিয় ব্যক্তিত্ব অনুপ বিশ্বাস প্রমূখ।