বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নারায়ণ বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বানেশ্বরপুর সুচনা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সু শিক্ষক, আপাদমস্তক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাক্ষরতা আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব নারায়ণ বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত হ’ল।
উপস্থিত সকলকেই ফুল দিয়ে বাধিত হৃদয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। স্মৃতিচারণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণপদ ঘোষ, নারায়ণ বিশ্বাসের কন্যা নন্দিনী বিশ্বাস,নাট্য ব্যক্তিত্ব সত্য মোদক, বৈকোলা উচ্চ
বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সান্তনা দে, সমীর সেন, অপূর্ব বিশ্বাস,শচীন বিশ্বাস, সহ অনেকে,সংগীত পরিবেশন করেন অঙ্কিতা মন্ডল, মণিকা শীল, পরেশ বিশ্বাস,যন্ত্র সহযোগি প্রণয় দেবনাথ, অপূর্ব বিশ্বাস ।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী নারায়ণ বিশ্বাসের নাট্যরুপ শাস্তি নাটকের অংশ পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা সত্য মোদক,আবৃত্তি করেন প্রশান্ত বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজ মন্ডল ।