জেলার খবর

বিশিষ্ট সমাজসেবী আরতি ভৌমিকের স্মরণসভায় বহু মানুষের সমাগম

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বনগাঁর বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বিপ্লব ভৌমিকের সহধর্মিনী সমাজকর্মী আরতি ভৌমিক (৬৬)। বামপন্থী আদর্শে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মহিলা সমিতির অন্যতম সদস্যা আরতি দেবী এলাকার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।

সহজ সরল ও উদার মনের মানুষ আরতি দেবীর স্মরণ সভার আয়োজন করেন তার পরিবারের লোকজন এবং তাঁর প্রিয় সংগঠনের সদস্যগণ। গত ২৫ এপ্রিল অপরাহ্নে অনুষ্ঠিত পারিবারিক স্মরণ সভায় পৌরহিত্য করেন প্রয়াত আরতি দেবীর অভিন্ন হৃদয় বন্ধু রীতা সাহা, সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান আইনজীবী সুকমলেন্দু

সাহা, অ্যাডভোকেট স্বপন মুখার্জী, প্রলয় ভৌমিক, আর্য চ্যাটার্জী, প্রধান শিক্ষক প্রদীপ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ ঘোষ, সুনীল সরকার, নীরেন্দ্রনাথ দাস, অনুপ বিশ্বাস, সমাজকর্মী অনিমা চক্রবর্তী, মায়া কুন্ডু, আরতি বসু, কল্যাণী চ্যাটার্জী, অসীম ঘোষ, বাপ্পা বোস,

জগদীশ প্রসাদ সিনহা, রাসবিহারী চট্টোপাধ্যায়, ডাঃ উমাপতি চট্টোপাধ্যায়, সুকুমার ঘোষ, শ্যামল বিশ্বাস, কবি বাবলু রায় ও প্রয়াত আরতি দেবীর সহোদর ভাই কালু মিত্র প্রমুখ। প্রয়াত আরতি দেবীর স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক বিপ্লব ভৌমিক উপস্থিত সকলকে স্বাগত জানান। প্রয়াতার স্মরণে সকলে উঠে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং প্রয়াত গৃহবধূ আরতি দেবীর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিশিষ্ট সংগীত শিল্পী রাঘব মন্ডলের কন্ঠে সংস্কৃত স্ত্রোত্র ও মর্মস্পর্শী সংগীত উপস্থিত সকলের হৃদয়কে স্পর্শ করে। মহাকুমা আদালতের স্বনামধন্য আইনজীবী প্রয়াত কালিপদ ভৌমিকের পুত্রবধূ ও নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্রের পরিবারের কন্যা আরতি দেবীর স্মৃতিচারণায় অংশ নেন, তাঁর একমাত্র পুত্র দীপক ভৌমিক, পুত্রবধূ শর্মিষ্ঠা ও নাতনি পৌষালী।

প্রয়াত আরতি দেবীর স্মরণে স্বরচিত শোকবার্তা পাঠ করেন অ্যাডভোকেট সুকমলেন্দু সাহা। বিশিষ্ট জনেরা সকলেই দায়িত্বশীল কর্তব্য পরায়ণ সহজ-সরল ও মানবপ্রেমী আরতি দেবীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন। গণ আন্দোলনের নেত্রী অনিমা চক্রবর্তী বলেন, সহজ সরল আরতি নিমেষেই সকলকে আপন করে নিতে পারতেন।

আমাদের সকলের মনের মনিকোঠায় আরতি চির অমর হয়ে থাকবেন। শ্রীমতী চক্রবর্তীর গাওয়া কবিগুরুর ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ সংগীতের মধ্যে দিয়ে এদিনের স্মরণ সভার সমাপ্তি ঘটে। কবি বাবলু রায় ও অনুপ বিশ্বাসের সঞ্চালনার মুন্সিয়ানায় প্রয়াত আরতি দেবীর এদিনের স্মরণসভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *