বিশিষ্ট সমাজ সেবিকা মাধূরী বিশ্বাসের স্মরন অনুষ্ঠিত হেলেঞ্চার ‘নন্দন’ লজে
পারফেক্ট টাইম ওয়েন ডেস্ক : এলাকার বিভিন্ন শ্রেনীর অসংখ্য মানুষের উপস্থিতিতে এক স্মরনসভা ও মধ্যহ্ন ভোজের মাধ্যমে বাগদার অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ঠ সমাজ সেবিকা তথা শিক্ষিকা মাধুরী বিশ্বাস দাসের শেষকৃত্তের আনুষ্ঠানিকতা সমাপ্তি হলো হেলেঞ্চার ‘নন্দন’ লজে। মাননীয়ার জীবন চলার সংক্ষিপ্ত পথে এলাকার অসংখ্য মানুষের শ্রদ্ধা ও বিশেষ সন্মানের একরাশ স্মৃতিচিহ্ন রেখে যেন দাপটের সাথেই চলে গেলেন না ফেরার দেশে, বাগদার অন্যতম বিশিষ্ঠ সমাজ সেবিকা তথা শিক্ষিকা মাধুরী বিশ্বাস দাস(৬৫)। জীব্বদশায় তিনি ছিলেন রানীহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, বাগদা ব্লক মহিলা সমিতির সভানেত্রী, ৯০০ টি সনির্ভর দল ও ৪৫টি দুগ্ধ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। এ ছাড়াও তিনি দু’দুবার বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যা ছিলেন, সেই সময়ে ২০৮টি মৌজায় বিদ্যুৎ পৌঁছাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন এবং বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কবিতা, প্রবন্ধ পরিবেশনা সহ শিল্পী সত্ত্বার নিদর্শন রাখেন তিনি। মৃত্যকালে তিনি ভাগ্যহীন স্বামী ও দুই ইঞ্জিনিয়ার কন্যা, এক ইঞ্জিনিয়ার জামাতা, তিন দেবর তিন জা, ভাইপো ভাইজী সহ একাধিক নাতি নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।