বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসকে মাথায় রেখে অনুষ্ঠিত হল কবি প্রণাম

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মছলন্দপুর ইমন মাইম সেন্টারে আয়োজনে সংস্থার নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্প্রতি পেরিয়ে আসা জন্মদিবসকে মাথায় রেখে কবি প্রণাম অনুষ্ঠান।

১৬ই জুন রবিবার সকাল দশটায় আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শ্রী নীরেশ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার এবং সম্পাদক জয়ন্ত সাহা।

এদিন মূলত ইমনের বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা, সংগীত এবং সেই সঙ্গে নৃত্যের মাধ্যমে গঙ্গা জলে গঙ্গা পূজোর মতো অনুষ্ঠানটি পালন করেন। ছোট বড় মিলিয়ে প্রায় ৪০ জন বন্ধু এই অনুষ্ঠানে বিভিন্ন উপস্থাপনায় অংশগ্রহণ করেন।

নাচ গান আবৃত্তি ছাড়াও এই অনুষ্ঠানে একটি মূকাভিনয় এবং ছোট বন্ধুদের দ্বারা নির্মিত ও অভিনীত “রবীন্দ্র জয়ন্তী পালন” শীর্ষক একটি ছোট্ট নাটিকা পরিবেশিত হয়।

ইমনের বন্ধুরা প্রবল উৎসাহ ও আনন্দের সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। বিভিন্ন উপস্থাপনায় নজর কাড়ে সৃজা, গৌরব, অনুপ, ইন্দ্রজিৎ, সৌরভ, আরাধ্যা, মধুমিতা, সুবিমল, কাজল, সুরাইয়া এবং আরো অনেকে।









