আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

INTERNATIONALজানা ও অজানা

বিশ্বের অবহেলিত দেশ ‘উগান্ডার’ ভাগ্য কি এবার বদলে দেবে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক ?

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : যে দেশটাকে নিয়ে আমরা সাধারণত মস্করা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে বলে জানা যাচ্ছে। সেখানে নাকি ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক আবিষ্কার করেছে, যার মধ্যে আনুমানিক ৩,২০,০০০+ টন পরিশোধিত সোনা মাটির নিচে লুকানো আছে। ১২ ট্রিলিয়ন ডলার মূল্যের এই আবিষ্কার উগান্ডাকে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশগুলোর কাতারে নিয়ে যাবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, তাহলে কি প্রথম সারির উন্নত দেশ গুলোর সারিতে উঠে আসবে অবহেলিত উগান্ডার ? আসলেই ১২ ট্রিলিয়ন, এই অ্যামাউন্টটা কিন্ত অনেকটাই বড়। আবিষ্কৃত স্বর্ণ আকরিকের এই বিপুল সম্ভার যদি নিষ্কাশন ও পরিশোধনের কাজ মসৃণভাবে এগোয়, তাহলে মনে হয় এই আবিষ্কার উগান্ডার অর্থনীতিকে বদলে দিতেই পারে। বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং আন্তর্জাতিক সোনার বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারে। তাহলে উগান্ডার স্বর্ণযুগ কি সবেমাত্র শুরু হলো ? (সূত্র – ইন্টারনেট)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *