অন্যান্য।জেলার খবরবিনোদন

বিশ্ব পরিবেশ দিবসে গোবরডাঙ্গা নাট্য সমন্বয়ের নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৫ জুন বৃক্ষরোপন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেন গোবরডাঙ্গা নাট্য সমন্বয় সংগঠনের সদস্যবৃন্দ। এদিন সকালে গোবরডাঙ্গা স্টেশন পার্শ্বস্থ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গোবরডাঙ্গার পৌর প্রধান শঙ্কর দত্ত।

স্থানীয় মুকুলিকা গানের স্কুলের শিক্ষিকা অনিমা দাস মজুমদারের গাওয়া পরিবেশ বিষয়ক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অন্যতম সদস্য আশিস চ্যাটার্জী, প্রবীণ নাট্য পরিচালক আশিস দাস, ছিলেন গোবরডাঙ্গার বিভিন্ন নাট্যদলের প্রতিনিধি’গণ।

পৌরপতি শ্রী দত্ত তাঁর বক্তব্যে পরিবেশ সম্পর্কে বিশেষ কিছু না বললেও পরিবেশ রক্ষায় নাট্য ও সাংস্কৃতিক কর্মী’গণের এই উদ্যোগকে স্বাগত জানান। আশিস চ্যাটার্জী তাঁর বক্তব্যে নিজেদের স্বার্থেই আমাদের চারপাশের পরিবেশকে সুস্থ ও নির্মল রাখার আহ্বান জানান।

পরিবেশ নিয়ে বিশদে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক পলাশ মন্ডল। শ্রী মণ্ডল পরিবেশের সুরক্ষায় বৃক্ষ ছেদন নয়, যথেষ্ট বৃক্ষরোপণ এবং সেই সঙ্গে পুকুর, খাল, বিল ভরাট না করার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানের শুরুতে ব্যাঙ্ক ভবনের সামনের রাস্তার পাশে একটি বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষ চারা রোপন ও প্রদান কর্মসূচীর সূচনা করেন পৌর প্রধান শংকর দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা থানার অন্যতম পুলিশ আধিকারিক আশুতোষ দাস। সংগীত পরিবেশন করেন শান্তা দত্ত বণিক সহ বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংস্থার সদস্য’গণ। এদিনের অনুষ্ঠানে গোবরডাঙ্গার বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংস্থাগুলির মধ্যে শিল্পায়ন, নকসা নাবিক নাট্যম, চেতক, কথা প্রসঙ্গ, চিরন্তন, স্বপ্নচর, নাট্যায়ন, মৃদঙ্গম, খাঁটুরা চিত্তপট, পড়শী খাঁটুরা,

আকাঙ্খা নাট্য সংস্থা, খাঁটুরা শিল্পাঞ্জলি, লোকো বিকাশ সংসদ, মুকুলিকা গানের স্কুল, সৃজনী, বাবু পাড়া আত্মজ ইত্যাদি সম্মিলিত সংগঠনের সদস্য’গণ উপস্থিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবকিছু মিলিয়ে নানা অনুষ্ঠানে সার্থকতা লাভ করে নাট্য কর্মীদের পরিবেশ দিবস উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *