অন্যান্য।জেলার খবর

বিশ্ব পরিবেশ দিবসে বারাসাত-১ ব্লকের দোগাছিয়ায় গ্রামবাসীদের মধ্যে চারা বিতরণ রাজ্য বনদপ্তরের সহযোগিতায় সমাজসেবী সংস্থা বি স সি এর

নীরেশ ভৌমিক : জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ ভূমিকা সত্যি অপরিসীম। এটা দৃশ্যমান যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো গাছ। এই গাছের কার্যকারিতা এবং বৃক্ষরোপণ এর গুরুত্ব বোঝানোর জন্য বারাসাত ইনিশিয়েটিভফর সাসটেইনেবল সোসাইটি (বিসসি) একটি এনজিও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কমিউনিটি লেভেল এ বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করে আসছে।

এই পদক্ষেপ এর অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় গত ৫ই জুন ২০২৪ তারিখে বারাসাত-১ ব্লক এর কোটরা গ্রাম পঞ্চায়েতের অধীন দোগাছিয়া গ্রামে রাজ্য সরকারের বনদপ্তর এর সহযোগিতায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে বিশ্ব পরিবেশদিবস উদযাপন করা হয়। এই উদ্যেগকে সফল করার ক্ষেত্রে বারাসাত ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবলসোসাইটি (বিসসি) সংগঠনের আধিকারিকরা এবং কিশোর কিশোরীদেরদলের সদস্যরা একযোগে কাজ করেছে।

এর পাশাপাশি সংগঠনটি উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সামাজিকভাবে অনগ্রসর গ্রামবাসীদের বেশি বেশি করে গাছ লাগানোর জন্য এবং পরিবেশ সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করা আসছে বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *