গ্রামের খবর

বিয়ে বিয়ে খেলতে যেয়ে শ্রীঘরে কনে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিয়ে বিয়ে খেলতে যেয়ে এবার ফেঁসে গেল রাখী বিশ্বাস। এবার তার জায়গা হল শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে বাগদার বাকসা গ্রামে। জানা গেছে চাকদার রাখী বিশ্বাস ঘটকের সহযোগিতায় একাধিক বার বিয়ে করতো আর সেখান থেকে টাকা পয়সা সোনাদানা সহ মুল্যবান জিনিসপত্র হাতিয়ে চম্পট দিত।

চতুর্থ বারের বিয়ে যে তাকে একেবারে শ্রীঘরে জায়গা করে দেবে বুঝতেও পারিনি ধান্দাবাজ কনে। চাকদা এলাকারই ঘটক শান্তি বিশ্বাসের সহযোগিতায় চাকদারই মেয়ে রাখি বিশ্বাসের সাথে বাগদার দেহালদা গ্রামের পেশায় কুম্ভকার সঞ্জিত পালের বিয়ে হয় গত ২০শে এপ্রিল। বিয়ের পর থেকেই নববধূর আচরনে সন্দেহ হতে থাকে সঞ্জিতের। লুকিয়ে নববধূর ফোনালাপে থলির বেড়াল বেরিয়ে আসে। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সহযোগিতায় খবর যায় পুলিশে।

গ্রেফতার হওয়ার পর সে নাকি পুলিশকে জানিয়েছে তার ইতিপূর্বে চারবার বিয়ে হয়েছে এবং তার সন্তানও রয়েছে। তার গ্রামের ঘটক শান্তি বিশ্বাসের সহযোগিতায় সে এভাবেই বার বার বিয়ে করতো আর সেখান থেকে মোটা অঙ্কের টাকা ও স্বর্নালংকার হাতিয়ে পালাত। জানা গেছে, খবর পেয়ে ঘটক গা ঢাকা দিয়েছে, পুলিশ তাকে খুঁজছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *