ব্লকের বিভিন্ন স্কুল থেকে অসংখ্য মেয়ে অংশ গ্রহন করলো রণঘাট অঞ্চল হাই স্কুলের আল্পনা প্রতিযোগীতায়
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে জহিরুল ইসলাম বিশ্বাসের রিপোর্ট : রণঘাট, রণঘাট অঞ্চল হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষে স্কুল কত্তৃপক্ষ এক গুচ্ছো কর্মসূচি গ্রহন করে। কর্মসূচি গুলোর মধ্যে আজ ছিল আল্পনা প্রতিযোগীতা।
এদিন প্রতিযোগীতা মূলক এই আল্পনা প্রতিযোগীতায় ব্লকের বিভিন্ন স্কুল থেকে অসংখ্য মেয়ে আল্পনা দিতে রণঘাট অঞ্চল হাই স্কুলে হাজির হয়।