ভবানীপুর হাই স্কুলের শিক্ষক অনুপ বিশ্বাসই আজ যেন বিলুপ্ত প্রায় গ্রামীন লোক-সংস্কৃতির রক্ষক
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পৌষ সংক্রান্তিতে বাগদার ভবানীপুর হাই স্কুলের শিক্ষক,লোক সংস্কৃতি প্রিয় অনুপ বিশ্বাসের বাড়ীতে বাস্তুপূজা হলো।
এলাকার মহিলাদের নিয়ে পাড়ায় পাড়ায় রাতের বেলায় হালুই গান গেয়ে পৌষের শেষের দিনে ঘটা করে বাস্তুপূজা করেন। এই পূজা করতে গিয়ে অনুপ বাবুকে সহযোগিতা করেন এলাকার মায়েরা ও মহিলারা।
তাদের মধ্যে ছিলেন,পুতুল বৈরাগী, ফুলমালা কীর্তনীয়া,নিরুপমা বালা,রেবা বালা,যুথিকা মণ্ডল,বিজলী বাগচী, চপলা বিশ্বাস, অমিকা বিশ্বাস, নির্মলা বিশ্বাস, ইন্দ্রাক্ষী বিশ্বাস ও অন্যান্য।
অনুপ বাবু বলেন,এই লোক আঙ্গিক মূলত পালন করেন পুরুষেরা, চাষী রাখালেরা তথাপিও মহিলাদের নিয়ে অনুষ্ঠান করতে হলো। এটা অত্যন্ত দুঃখের,লোক সংস্কৃতির দুরবস্থার ছায়া এটা। উল্লেখ্য,প্রায় পাঁচ বছর ধরে অনুপ বাবুর বাড়ীতে হ্যাঁচড়া পূজা হয়ে আসছে।
পার্শ্ববর্তী অঞ্চলের মনোহরপুর গ্রামে দুই বছর ধরে মাঘী মণ্ডল বা মাঘ ব্রত করিয়েছেন তার উদ্যোগে। লুপ্তপ্রায় লোকসংস্কৃতির উজ্জীবনের জন্যে তিনি দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছেন।