ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠ (উঃ মাঃ)-এর ৫৮ তম ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সাড়ম্বরে উদযাপিত হল ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠ (উঃ মাঃ)-এর ৫৮ তম ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’। গত ১লা, ২রা এবং ৩রা ফেব্রুয়ারি ২০২৩ এই তিন দিনের এই অনুষ্ঠানে যেন ছিল বর্ণাঢ্য হীরক জয়ন্তীর দ্বিতীয় আবেগোচ্ছাস।
অভিনব ক্রীড়াঙ্গন সজ্জার সঙ্গে সঙ্গতি রেখে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সত্যিই দৃষ্টি নন্দন এবং বিস্ময়কর। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নানা শৈল্পিক উপস্থাপনায় যখন ক্রীড়াঙ্গন হয়ে উঠেছিল প্রাণবন্ত ঠিক তখনই পুরুলিয়ার বিশ্ববিখ্যাত ছৌশিল্পীদের ( অতিথি) স্বেচ্ছা এবং স্বতঃস্ফুর্ত নৃত্য প্রদর্শনে তা হয়ে উঠলো সু-সমৃদ্ধ।
করোনা আবহের দম বন্ধ পরিস্থিতির পর ছাত্র ছাত্রীর সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্য সদস্যা এবং প্রাক্তন ছাত্র ছাত্রী সবার কাছে বিদ্যালয়ের এ অনুষ্ঠান ছিল যেন, ‘জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা’!
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শৈলেন্দ্র নাথ বাগচী, শিক্ষানুরাগী সঞ্জিত বিশ্বাস, আহ্লাদী বৈরাগী, পুরুলিয়ার বিশিষ্ট ছৌ শিল্পী সহদেব মাহাতো, জলধর বাউড়ী প্রমূখ।