গ্রামের খবর

বাংলা ভাটায় ইট চাপা পড়ে আহত ৪ বাগদায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ সকালে সাগরপুরের ন’কড়ি পালের বাংলা ইটের ভাটায় ইট চাপা পড়ে ৪ জন আহত হবার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।

তাদের নাম অরুণ পাল ও অনুতোষ সাহা। তাদের কে উন্নত চিকিৎসার জন্য বনগা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর দেয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *