ভারতীয় গণনাট্য সংঘের ঐকতান শাখা হেলেঞ্চার পক্ষ থেকে পালিত হল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় গণনাট্য সংঘ ঐকতান শাখার পক্ষ থেকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন পালন করা হল হেলেঞ্চাতে।
বিদ্যাসাগর এর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের সভাপতি সংগীত শিল্পী প্রবীর চ্যাটার্জী, সংগীত শিল্পী মনিকা শীল, সংগীত শিক্ষক তাপসমণ্ডল, প্রণয় দেবনাথ ,অপূর্ব বিশ্বাস, সমীর সেন, পূর্ণিমা বিশ্বাস,
প্রদীপ হালদার, শান্তনু বিশ্বাস, সুকান্ত কীর্তনীয়া, নন্দীতা বকসি, সুকান্ত রায়, বিদ্যাসাগরের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন সংগঠনের সম্পাদক সত্য মোদক, অপূর্ব বিশ্বাস।
সংগীত পরিবেশন করেন পরেশ সরকার, ডাবলু বর্মন, অরণ্য সেন, বিকাশ বিশ্বাস, আবৃত্তি পরিবেশন করেন তিথি সেন, প্লাবন হালদার, সমীর সেন, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সত্য মোদক।