ভারতীয় গণনাট্য সংঘ, ঐকতান শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হ’ল রণঘাট উচ্চ বিদ্যালয়ে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ১২ মার্চ ২০২৩ রবিবার,ভারতীয় গণনাট্য সংঘ, ঐকতান শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল রণঘাট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
পতাকা উত্তোলন করেন শিক্ষাবিদ সুভাষ দেব বর্মন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব, ভারতীয় গণনাট্য সংঘের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক আশিস চট্টোপাধ্যায়।
শোক প্রস্তাব উত্থাপন করেন গীতিকার শুকলাল বিশ্বাস,সম্মেলনে সূচনা সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী তাপস মন্ডল ও সহ শিল্পী বৃন্দ। বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব অসীম বন্দ্যোপাধ্যায়।
সম্মেলনে প্রতিবেদন উত্থাপন করেন আহ্বায়ক সত্য চন্দ্র মোদক। এছাড়াও অংশগ্রহণ করেন, কবিতা হালদার, আজিজ মন্ডল, প্রণয় দেবনাথ, প্রশান্ত হালদার, তাপস রায়,অমৃতা রায়,প্রবীর চট্টোপাধ্যায়, সৌরসমী গঙ্গোপাধ্যায়, স্মৃতা মন্ডল, অঙ্কিতা মন্ডল প্রমুখ।
জানা গেছে সম্মেলন থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার ‘ভারতীয় গণনাট্য সংঘ’, “ঐকতান” বাগদা ব্লকের, পরিচালক মন্ডলী নির্বাচিত হয় যার সভাপতি হলেন, প্রবীর চট্টোপাধ্যায় এবং সম্পাদক হলেন, সত্য চন্দ্র মোদক।