মছলন্দপুরে মিলনীর লোক উৎসবে ইমনের নাটক, ‘হিংসুটে দৈত্য’
নীরেশ ভৌমিক : সম্প্রতি অনুষ্ঠিত মছলন্দপুরের মিলনী ক্লাব আয়োজিত লোক উৎসবে স্থানীয় ইমন মাইম সেন্টার মঞ্চস্থ করে তাদের শিশু কিশোর বিভাগের নবতম প্রযোজনা ‘হিংসুটে দৈত্য’।
অস্কার ওয়াইল্ড এর চির নতুন গল্পটির ভাস্কর বসুর অনুবাদে এবং সুধীন দাশগুপ্তের সংগীত পরিচালনায় নাটকটি ছোট-বড় সকল দর্শকের মনের মনিকোঠায় স্থান করে নেয়।
নাটকটির আবহাওয়া সম্পাদনা করেছেন জয়ন্ত সাহা, আলো ধনপতি মন্ডল, মঞ্চ সজ্জায় অনুপ মল্লিক, সায়ন্তনী দেবনাথ ও শ্রেয়া দাস। ৪০ জন কচি-কাঁচা কুশীলবের সাবলীল অভিনয়ে সমৃদ্ধ নাটকটি সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।
নির্দেশনায় ছিলেন সংস্থার সম্ভাবনাময় শিল্পী সৃজা হাওলাদার, মূকাভিনেতা ধীরাজ হাওলাদারের সামগ্রিক তত্ত্বাবধানে অভিনীত নাটকটি দর্শকের উচ্চসিত প্রশংসা লাভ করে।