আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsঅনুষ্ঠানসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

মছলন্দপুরে সেবার বার্ষিক অনুষ্ঠানে বহু কবি সাহিত্যিকের সমাগম

নীরেশ ভৌমিক: গত ২৮ ডিসেম্বর মছলন্দপুরের ঘোষপুরের বানপ্রস্থ সেবাশ্রমে মহাসমারোহে অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি সম্মেলন।

এদিন সকালে আশ্রমের মন্দিরে কালী মূর্তি ও মা সারদার প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে আয়োজিত সাহিত্য সভা ও মনোজ্ঞ অনুষ্ঠানের সূচনা হয়।

শুরুতে প্রয়াত সাহিত্যিক ও সাংবাদিক রাসমোহন দত্তের প্রতিকৃতিতেও ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।স্কুল ছাত্রী ময়ূরী দাসের কন্ঠের বাঁশির সুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন তৃষা মন্ডল। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক নীলাদ্রি বিশ্বাস, সাংবাদিক সরোজ চক্রবর্তী, সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, বাসুদেব মুখোপাধ্যায়, পাঁচুগোপাল হাজরা ও ডাঃ এন সি কর প্রমুখ।

সেবা সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে গোবিন্দ বাবু ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন সেবামূলক কাজ কর্মের ভূয়সী প্রশংসা করেন।

এদিন সমিতির ‘এসো হাত ধরি’ প্রকল্পে কয়েকজন দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ডাঃ এন সি করের হাত দিয়ে সমিতির বার্ষিক সাহিত্য পত্রিকা ‘সেবা প্রবাহ’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠে অংশ নেন।

এদিন গোবরডাঙ্গার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন প্রয়াস এর কর্মকর্তাদের হাতে রাসমোহন দত্ত স্মৃতি সম্মান প্রদান করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ছাড়াও মেদিয়া ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ, নিমতলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াগণ এবং গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার শিল্পীগণ শিক্ষামূলক নাটক পরিবেশন করেন।

বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরার পরিচালনায় এবং বহু কবি সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সেবা সমিতি আয়োজিত বার্ষিক অনুষ্ঠান ‘অবলম্বন’ সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *