জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

মছলন্দপুর ইমন মাইম সেন্টার ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী “নাটকে মুকাভিনয়” কর্মশালা

নীরেশ ভৌমিক: গত ১১ফেব্রুয়ারী রবিবার মছলন্দপুর ইমন মাইম সেন্টারের আয়োজনে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী “নাটকে মুকাভিনয়” বিষয়ে কর্মশালা।

সংস্থার নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই বিশেষ কর্মশালায় অনূর্ধ্ব ১৫বছর এবং ১৫বছর বয়স থেকে সর্বসাধারণ দুটি বিভাগে মোট ৭৬ জন অংশগ্রহণ করে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মূকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী, মুকুল দেব, রণেন চক্রবর্তী এবং নাটক বিষয়ে প্রশিক্ষণ দান করেন নাট্যব্যক্তিত্ব জীবন অধিকারী। শিবির পরিচালক হিসাবে ছিলেন ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার। প্রশিক্ষকেরা কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন শারীরিক ও মানসিক অনুশীলন, থিয়েটার শেখার বিভিন্ন খেলা, ইম্প্রভাইসেশন, তাৎক্ষণিক অভিব্যক্তি ও অভিনয় ইত্যাদির অনুশীলনের মাধ্যমে নাটকের মূকাভিনয়ের ব্যবহার সম্বন্ধে ধারণা দেবার চেষ্টা করেন।

সকল অংশগ্রহণকারীরা শেখার আনন্দে প্রবল উৎসাহ নিয়ে সারাদিনের কর্মশালাটিতে অংশগ্রহণ করে। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *