বিনোদনরাজ্য

মঞ্চ সফল নাটক নিয়ে গোবরডাঙা নকসার বাংলাদেশ সফর

নীরেশ ভৌমিকঃ শারদোৎসবের প্রাক্কালে তাঁদের মঞ্চ সফল নাটক ‘বিনোদিনী’ নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছে নাটকের শহর গোবরডাঙার অন্যতম প্রাচীন নাট্যদল নকসা।

অতীত দিনের স্বনামখ্যাতা নাট্যাভিনেত্রী নটী বিনোদিনীর জীবন কাহিনীর উপর মৈনাক সেনাপ্ত রচিত ও নকসার কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস দাস নির্দেশিত নাটক বিনোদিনী ইতিমধ্যেই নাট্য জগতে সাড়া ফেলে দিয়েছে।

যুবতী নটী বিনোদিনী ও বৃদ্ধা বিনোদিনীর চরিত্রে যথাক্রমে ভূমিসুতা দাস ও দীপান্বিতা দাসের( মা ও মেয়ে) অভিনয়ের গুনে এবং বিশিষ্ট নাট্য পরিচালক আশিস দাসের নির্দেশনায় অভিনীত নাটকটি নাট্যমোদী দর্শক সাধারণের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে।

নাটকে গিরীশ ঘোষ সহ অন্যান্য চরিত্রগুলিও জীবন্ত হয়ে উঠেছে। প্রজেক্টরে পর্দায় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ এবং তৎকালীন ইংরেজি পত্রিকায় প্রকাশিত বিনোদিনীর সুখ্যাতির সংবাদটি নাটকটিকে দর্শকদের নিকট আকর্ষনীয় করে তুলেছে।

সওয়া ১ঘণ্টা সময়কালের নাটকটি উপস্থিত দর্শক মণ্ডলীকে মুগ্ধ করে। বাংলাদেশ সফরের প্রাক্কালে গত ৮ অক্টোবর নক্সা পরিচালিত গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রের বিচিত্রায় নাটকটি পুনরায় মঞ্চস্থ হয়। এদিন ও পরিবেশিত নাটকটি সমবেত দর্শক মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।

বিশিষ্ট দর্শকগণের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়। সহযোগী নাট্য ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য ও অভীক ভট্টাচার্য সহ আরোও অনেকে। নাটক শেষে নাট্য পরিচালক আশিসবাবু জানান, নটি বিনোদিনীর জীবন কাহিনী নিয়ে রচিত নাটকটি নিয়ে আগামী সপ্তাহে তারা বাংলা দেশ সফরে যাচ্ছেন।

ওপার বাংলার ঢাকা ছাড়াও চাঁদপুর, বরিশাল ও কুষ্টিয়া শহরে তারা নাটকটি মঞ্চস্থ করবেন। এছাড়াও বাংলাদেশের কয়েকটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে আশিস বাবু নাট্যসেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *