ধর্মীয় খবর।

মতুয়াদের গুরুদেবকে কটুক্তি, পথ অবরোধ করে বিক্ষোভ বাগদায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মতুয়াদের গুরুদেবকে কটুক্তি, পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাগদার মতুয়া ভক্তরা। জানা গেছে, এক জনসভা থেকে মতুয়া গুরু হরি চাঁদ ও গুরু চাঁদ ঠাকুরকে যথাক্রমে রঘুচাদঁ এবং গরুচাদঁ বলে উল্লেখ করার প্রতিবাদে ফুঁসছে মতুয়া সমাজের একাংশ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত ক্ষমা প্রর্থনার দাবী জানাচ্ছেন তারা। এই ঘটনার সুত্র ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ, প্রতিবাদ মিছিল হচ্ছে। বাগদা ব্লকেও হেলেঞ্চাতে ও আজ বাগদা বিডিও মোড়ে মতুয়াদের একাংশ এক পথসভা, বিক্ষোভ সমাবেশ ও পথ অবরোধ করে।

এদিন বিডিও মোড়ে সান্ধ্য কালীন পথসভা শেষে তারা মহাশক্তি নিশান উড়িয়ে, ডাঙ্কা পিটিয়ে, রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে ১৫\২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে। ওই সময়ে দু’দিক বিভিন্ন প্রকার যানবান ও পথচলতি গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়।

এই কার্য্যক্রমে অংশ গ্রহন করেন ব্লক মতৃয়া সভাপতি, যুধিষ্ঠির বৈদ্য, প্রমথ রঞ্জন বিশ্বাস, গোশাই অসীম হীরা, ব্রজগোপাল বিশ্বাস, হরোসিত ঢালী, অনিল হালদার, সজল বিশ্বাস, শম্ভু বিশ্বাস প্রমূখ। সমগ্র অনুষ্ঠাটি সঞ্চালনা করেন, বাগদার বিশিষ্ট মতুয়া নেতা ডাঃ অসিত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *