মনমোহনপুর প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমে মন্দিরের দ্বারোদ্ঘাটন
নীরেশ ভৌমিক : গত ২৮ ও ২৯ জানুয়ারি গাইঘাটার দোগাছিয়া মনমোহনপুরের প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমে মাঘী পূর্ণিমা উপলক্ষে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন ও শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের মূর্তি প্রতিষ্ঠা হয়।
মনমোহনপুরের শ্রী শ্রী প্রণবানন্দ জনকল্যাণ আশ্রম ট্রাস্টের পরিচালক স্বামী দেবেশানন্দ মহারাজের আহ্বানে এদিন দেশের বিভিন্ন মঠ ও মিশনের সাধুসন্ত’গণের উপস্থিতিতে বৈদিক বিশ্ব শান্তি হোম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত প্রণবানন্দ জয়ন্তীতে আশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত মূর্তির আবরণ উন্মোচন করেন ভারত সেবাশ্রম সংঘের শ্রীমৎ স্বামী সর্বাত্মনন্দজী মহারাজ।
প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম জন্ম জয়ন্তী ও মাঘী পূর্ণিমা উপলক্ষে দু’দিন ব্যাপী আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল হিন্দুধর্ম সম্মেলন, অন্নকূট ভোগ মহোৎসব। পূজা ও মঙ্গলারতি, গীতা ও চণ্ডীপাঠ এবং সংগীতানুষ্ঠান, ছিল বিনা ব্যয়ে চিকিৎসা শিবির।
পুজো ও হোম যজ্ঞ শেষে ভক্তিগীতি ও মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী পীযুষ কান্তি ধর। পুজো ও যজ্ঞ শেষে কয়েকশো মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করে।