রাজ্য

মশ্যমপুরে পালিত হল জাতীয় একতা দিবস-২০২২

মশ্যমপুরে পালিত হল জাতীয় একতা দিবস-২০২২

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের অধীন মশ্যমপুর বিএসএফ ক্যাম্পের জওয়ান ও মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের যৌথ ব্যবস্হাপনায় মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হল জাতীয় একতা দিবস-২০২২।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিএসএফ জওয়ান এবং বিদ্যালয়টির ছাত্র শিক্ষক এক আনন্দঘন পরিবেশে মিলেমিশে একাকার হয়ে যায়, যা প্রত্যক্ষ করেন মশ্যমপুর ও মধুপুর গ্রামের অসংখ্য গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *