রাজনৈতিক দলের খবর।

মসজিদের মূসল্লীদেরকে টুপি,মাস্ক, খাবার এবং ইমাম সাহেবকে শাল প্রদান পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রনঘাট অঞ্চল সংখ্যা লঘু সেলের উদ্যোগে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় গত শুক্রবার রনঘাট পঞ্চায়েতের রনঘাট জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদে উপস্থিত সকল মূসল্লীদের সাথে নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা বিনিময় করেন সেই সাথে মসজিদের সকলকে টুপি, মাস্ক, খাবার ও ইমাম সাহেবকে শাল প্রদান করেন।

বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ‘আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ ভূলে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলায় ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিজেপি সংখ্যালঘু ভাইদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করছে।

আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত। এটা আমরা কখনো মেনে নেব না তাই পর্যায়ক্রমে বাগদা ব্লকের সকল মসজিদে পৌছে আমাদের এই মহৎ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *