মহালয়ায় বস্ত্রদান করলো গোবরডাঙ্গার মুকুলিকা
সমর বিশ্বাস : বিগত বছরগুলির মতো এবারও মহালয়ায় বস্ত্রদান এবং সেই সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গোবরডাঙ্গার অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠান মুকুলিকা গানের স্কুল কর্তৃপক্ষ।
গত ১৪ অক্টোবর সকালে দেবীপক্ষের সূচনায় বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়। অপরাহ্ণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্রদান কর্মসূচীর উদ্বোধন করেন গোবরডাঙ্গার সংস্কৃতিপ্রেমী পৌরপতি শঙ্কর দত্ত।
শ্রী দত্ত দুঃস্থ মহিলার হাতে একখানি নতুন শাড়ি কাপড় তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেই সঙ্গে আসন্ন শারদোৎসবে প্রাক্কালে এলাকার দুঃস্থ মানুষজনের হাতে বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচীকে স্বাগত জানান।
সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি শারদ উৎসবের প্রাক্কালে মুকুলিকার উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচীকে স্বাগত জানান পৌর প্রধান শংকর বাবু। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী,
বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজরা, প্রবীণ শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। সংস্থার কর্ণধার বিশিষ্ট সংগীত শিক্ষিকা অনিমা মজুমদার সকলকে স্বাগত জানান।
আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে সংস্থার ছোট-বড় সদস্য সদসাগণের কন্ঠে মনোজ্ঞ সংগীত ও নৃত্যের অনুষ্ঠান, ছোট্ট স্কুল ছাত্রের কন্ঠে কবিতা আবৃত্তি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তীর জাদু প্রদর্শনী এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
সংস্থার প্রাণপুরুষ আস্তিক মজুমদার ও শিক্ষিকা অনিমা মজুমদারের পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।