মহা সমারোহে অনুষ্ঠিত রূপান্তরের সুবর্ণজয়ন্তী বর্ষের নাট্যোৎসব
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গত ২২ ডিসেম্বর সকালে সংস্থার সদস্য ও এলেকার নাট্যামোদী মানুষজনের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংখ্যায় গোবরডাঙার পৌর টাউন হলে পৌরপ্রধান শংকর দত্ত কর্তৃক মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে সূচনা হয় গোবরডাঙা রূপান্তর এর ৫০ তম বর্ষের নাট্যোৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারের মাধ্যমে বরণ করে নেন সংস্থার অন্যতম কর্ণধার নাট্যগুরু শ্যামল দত্ত ও সম্পাদক অভিক দাঁ। নাট্যোৎসব -২০২৩ এ মোট ৯ খানি নাটক মঞ্চস্থ হয়। দুপুরে পরিবেশিত হয় কয়েকটি স্কুলের পড়ুয়াগন পরিবেশিত নাট্যানুষ্ঠান। উৎসবের তৃতীয় দিনে নাট্যশুরু শ্যামল দত্তের নির্দেশনায় ‘আমি আগন্তুক’ ও ‘সময়ের দর্শক’ সাধারণের প্রশংসা লাভ করে।
চার দিন ব্যাপী আয়োজিত উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় কলকাতার রঙ্গলোক প্রযোজিত এবং বিশিষ্ট নাট্য পরিচালক শ্যামল চক্রবর্তী নির্দেশিত সাড়া জাগানো পূর্ণাঙ্গ নাটক ‘শেকল ছেঁড়া হাতের খোঁজে’ হল ভর্তি দর্শক মণ্ডলীকে মুগ্ধ করে। এ দিনের নাট্যানুষ্ঠান শেষে স্বনামধন্য নাট্য পরিচালক শ্যামল চক্রবর্তীকে সংস্থার প্রয়াত প্রাণপুরুষ প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মানে ভূষিত করা হয়। স্মারক উপহার তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন, নাট্যপ্রেমী মৃন্ময় বদ্যোপাধ্যায়।
এদিন নাটকের শহর গোবরডাঙার অন্যতম নাট্যদল ‘রবীন্দ্র নাট্য সংস্থার’ পক্ষ থেকে সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য ও চাঁদপাড়া ‘এ্যাক্টোরের’ কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী রূপান্তরের প্রধান নাট্যনির্দেশক নাট্য শুরু শ্যামল দত্তকে পুষ্পস্তক প্রদানে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। বহু নাট্যামোদী দর্শকের উপস্থিতিতে ৫০ তম বর্ণের রূপান্তর নাট্যোৎসব সার্থকতা লাভ করে।