মাতৃভাষা দিবসে চাঁদপাড়া একুশে উদযাপন কমিটির ভাষা শহীদ স্মরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : বিগত বছর গলির মতো এবারও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ মাতৃভাষা বাংলার স্বাধিকার রক্ষার আন্দোলনে নিহত রফিক, জব্বার ,সালাম, বরকত প্রমুখ ভাষা শহীদদের স্মরণ এবং সেইসঙ্গে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপাড়া একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপাড়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন চত্তরের অস্থায়ী আলোকজ্জ্বল মঞ্চে তরুণ সানাই বাদক সুমন গোলদারের সানাইয়ের সুর ও বিশিষ্ট তবলা বাদক সুভাষ চক্রবর্তী তবলার বোলের মধ্য দিয়ে দুদিন ব্যাপী আয়োজিত গুণীজন ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়। গুণীজন সংবর্ধনায় সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কৃতি পড়ুয়া সংবর্ধনায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে ৮৫ ও ৯০ ঊর্ধ্ব মার্কস প্রাপক ছাত্রছাত্রীদের শংসাপত্র স্মারক উপহারে সংবর্ধনা জানানো হয়।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান শিক্ষক ও সমাজসেবী কালিপদ সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র গুইন, সমরেন্দ্র মন্ডল, শিক্ষিকা সংমিত্রা সাহা, শিপ্রা সাহা, বিশিষ্ট আইনজীবী শ্রীকৃষ্ণ ঘোষ, ঠাকুরনগর বইমেলা কমিটির সভাপতি ও সম্পাদক কালিদাস বণিক ও বিদ্যুৎকান্তি মন্ডল, প্রবীণ সাংবাদিক অলোক বিশ্বাস, ক্রেজি গ্রুপের সভাপতি গোবিন্দ পাল, সম্পাদক টুটুন বিশ্বাস, সংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ কুণ্ডু প্রমুখ।
২১শে উদযাপন কমিটির সভাপতি অশোক সাহা ও সম্পাদক কপিল ঘোষ সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। সদস্য গন সকলকে পুষ্প স্তবক, উত্তরীয়, মানপত্র ও সড়ক উপহারে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিন মঞ্চ থেকে গাইঘাটার রামকৃষ্ণ আশ্রমের আবাসিক পড়ুয়া ও এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়।
পরদিন ২১শে ফেব্রুয়ারি সকালে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সায়িকা মল্লিকের কন্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ‘… মর্মস্পর্শী সংগীতের মধ্য দিয়ে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সকলে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে ফুল মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বর্ণনা্ধভাষা মিছিল জাতীয় সড়ক যশোর রোড ধরে চাঁদপাড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্ণময় মিছিলে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এনসিসি ক্যাডেট রন পা, চাঁদপাড়া ডিফেন্স একাডেমীর প্রশিক্ষণ আর্থি ও মহিলা ঢাকীদের ঢাক বাজনা সেই সঙ্গে ভাষা প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের ভাষা মিছিল বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।