মানব কল্যাণে বিশ্ব শান্তি যজ্ঞ ডেওপুলের মিশন তপবনে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, বিগত বছরগুলির মত এবারও শিবচতুর্দশী উপলক্ষে বিশ্বশান্তি যজ্ঞ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে গাইঘাটার ডেওপুলের মিশন তপোবন কর্তৃপক্ষ। গত ১৭ ফেব্রুয়ারি অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সূচনা হয়।
অষ্টাদশ বার্ষিক শিবরাত্রি উৎসব উপলক্ষে বয়স ভেদে অঙ্কন ও যোগ প্রতিযোগিতা ছাড়াও ছিল ভগবত ও গীতাপাঠ, নাম-সংকীর্তন, লীলা কীর্তন, বাউল, নৃত্য, নাটক সহ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত কবি সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে কবিগণ কবিতা পাঠে অংশগ্রহণ করেন।
অতিথিবরণ ছাড়াও ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান ও দুস্থদের মধ্যে মশারি ও কম্বল বিতরণ অনুষ্ঠান। এবারে গুণীজন সংবর্ধনায় সাইকেলে বিশ্বের ৭২ টি দেশ ভ্রমণকারী শ্রীকান্ত বোসকে মিশন তপবনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উৎসবের দ্বিতীয় দিন আয়োজক ক্লাবকে শুভেচ্ছা জানাতে আসেন, স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার ও বনগার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মিশনের প্রাণপুরুষ ধর্মপ্রাণ ও সংস্কৃতিপ্রেমী সুভাষ মোহান্ত সকলকে অভিনন্দন জানান ও বরণ করে নেন।
শিব চতুর্দশীতে শিব অর্চনায় বহু ভক্তজনের সমাগম ঘটে। শেষ দিনে মানব কল্যাণে অনুষ্ঠিত বিশ্বশান্তি যজ্ঞে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ অবধূত মহারাজ সহ হরিদ্বারের পতঞ্জলী যোগ পীঠের সন্ন্যাসীগণও উপস্থিত ছিলেন। অসংখ্য ভক্তজনের সমাগমে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়।
হরিদ্বারের সন্ন্যাসীগণ জানান, মিশন তপনের এই যজ্ঞ দেশের একটি অন্যতম সেরা যজ্ঞ। মিশনের কর্ণধার শ্রী মোহান্ত জানান, ভারতীয় লোকশিক্ষা ও সনাতন ভারতীয় শিক্ষা-সংস্কৃতি, কৃষ্টি ও বিজ্ঞানের চর্চা ও প্রসারে এবং দুঃস্থ অসহায় মানুষের সেবায় তাঁদের প্রতিষ্ঠান কাজ করে যাবে।