মানব পাচার প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ১৩ই মার্চ মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল খরাইমারী এফ.পি স্কুল প্রাঙ্গনে। বারাসাতের শক্তিবাহি এনজিও, এএইচটিইউ টিম রামনগর এবং বিএসএফ-এর 68 ব্যাটলিয়নের অধীন ইছামতি বিওপির উদ্যোগে

অনুষ্ঠিত এই সচেতনতা মূলক কর্মসূচিতে বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্থিত ছিলেন, ইনেঃ লোকেশ কুমার আগরওয়াল (এএইচটিইউ), এস আই সিমা কুমারী(এএইচটিইউ), সমাজ কর্মী সৌমেন রায়, শ্রীমতী পূজা ঘোষ প্রমূখ।

এ ছাড়াও স্কুল শিক্ষক, গ্রামবাসী পুরুষ, মহিলা ও শিশু সহ ৯৮ জন অংশগ্রহণে সমৃদ্ধ হয় সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানটি। উক্ত সচেতনতা কর্মসূচি চলাকালীন এএইচটিইউ টিম রামনগর এবং এনজিও সদস্যদের দ্বারা

মানব পাচার সংক্রান্ত বিষয় যেমন বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম, লিঙ্গ বৈষম্য, সামাজিক মিডিয়ার পরিণতি এবং মানব পাচার প্রতিরোধের মতো অন্যান্য সম্পর্কিত বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়া হয় বলে জানা যায়।







