মিমিক এর দিবারাত্রি মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পদাতিক মঞ্চে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় মিমিক এর দিবারাত্রি মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পদাতিক মঞ্চে।
১১ জুন আয়োজিত এই কর্মশালায় প্রবল উৎসাহে সঙ্গে মূকাভিনয় এর প্রশিক্ষণ নেন ৪০ জন শিল্পী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিমিক এর সম্পাদক রণেন চক্রবর্তী, মূক একাডেমির মুকুল দেব, সোমা মাইম থিয়েটারের সোমা দাস, প্রবাল সরকার এবং মছলন্দপুর ইমন মাইম সেন্টারের ধীরাজ হাওলাদার।
এছাড়াও এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য আশিস চট্টোপাধ্যায় এবং গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর পরিচালক জীবন অধিকারী।
অভিজ্ঞ প্রশিক্ষকরা বিভিন্ন খেলা ও মনগ্রাহী পদ্ধতিতে সারাদিন মূকাভিনয় এর বিভিন্ন পাঠ দান করেন। অংশগ্রহণকারী সমস্ত শিল্পীরা মিমিক এর এই আয়োজনকে সমাদর করেন।