জেলার খবরবিনোদন

মছলন্দপুরের পদাতিক মঞ্চে মুকুল দেবের একক মূকাভিনয়,”একা মুকুল”

নীরেশ ভৌমিক : মছলন্দপুরের ঐতিহ্যবাহী ইমন-মাইম সেন্টারের ব্যবস্থাপনায় সংস্থার পদাতিক মঞ্চে গত ১ নভেম্বর পরিবেশিত হল বিশিষ্ট মূকাভিনয় শিল্পী বর্ষীয়ান মুকুল দেবের একক মূকাভিনয়।

এদিন সন্ধ্যায় ‘একা মুকুল’ শীর্ষক অনুষ্ঠানের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান মূকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী, পুরস্কার প্রাপ্ত মূকাভিনেতা রনেন চক্রবর্তী, বিশিষ্ট কবি সুবিদ আলী, ছিলেন স্বনামখ্যাত নাট্যাভিনেতা জীবন অধিকারী ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য আশিস চ্যাটার্জী প্রমুখ।

ইমন-মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার উপস্থিত সকলকে স্বাগত জানান। মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে শ্রী চ্যাটার্জী আয়োজিত মূকাভিনয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে ইমন-মাইম সেন্টারে ব্যবস্থাপনায় বিশিষ্ট মূকাভিনেতা মুকুল দেব

পরিবেশিত মূকাভিনয় অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। ইমন মাইমের সদস্যা দুই নৃত্য শিল্পী সৃজা হাওলাদার ও শ্রেয়া দাসের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের মুকুল দেব পরিবেশিত মূকাভিনয় অনুষ্ঠানের সূচনা হয়।

বিশিষ্ট মূকাভিনয় শিল্পী মুকুল দেব এদিন তাঁর ৭০ তম জন্মদিনে বেশ কয়েকটি মজার মূকাভিনয় পরিবেশন করেন, যা সমবেত দর্শক সাধারণকে মুগ্ধ করে।

বর্ষিয়ান মূকাভিনেতা মুকুল বাবুর সহধর্মিনী চন্দ্রা দেব এর সঞ্চালনায় মুকুল দেব পরিবেশিত ‘একা মুকল’ অনুষ্ঠানটি বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *