ধর্মীয় খবর।রাজনৈতিক দলের খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, সকল দূর্গাপুজা কমিটির জন্য

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : ৫০ হাজার নয় ৬০ হাজার সেই সাথে বিদ্যুৎ বিল পরিষদের ক্ষেত্রেও ৫০ শতাংশের স্থলে ছাড় পাবে ৬০ শতাংশ।

সকল দূর্গাপুজা কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, এবার রাজ্যের ৪৩ হাজার পুজা কমিটির জন্য। কলকাতায় নাকি দুর্গা পুজা, সরস্বতী পুজা হয় না, নিন্দুকদের এই বক্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি বলছি এখানে যত পুজা হয়, এমন পুজা আর কোথাও হয় না ।

এখানে পুজা কমিটি বা ক্লাব সংগঠন গুলো এক বছর ধরে পরিকল্পনা করে, এবারের পূজাতে থাকছে কি থিম ? কে এবার স্বেচ্ছাসেবী হবেন, কে কে ফল কাটবেন, কোন ক্লাব কোন পুরোহিত দিয়ে পুজা করাবে, ইত্যাদির পরিকল্পনা আগে থেকেই করে রাখে তারা।

সব মিলিয়ে বাংলার মানবিক মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সার্ব্বিক ও ঐকান্তিক সহযোগীতায় বাঙালির স্রেষ্ঠ উৎসব, ‘ চির আকাঙ্খিত দুর্গোৎসব’ খুব ভাল হোক, খুব ভাল কাটুক, রইলো অনেক অনেক শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *