রাজনৈতিক দলের খবর।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে এমএলএ বিশ্বজিৎ দাসের দাবির ভিত্তিতে বাগদা হাসপাতাল পেল সিজারিয়ান বিভাগ

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে বাগদার এমএলএ বিশ্বজিৎ দাসের দাবির ভিত্তিতে বাগদা হাসপাতাল তথা বাগদাবাসী পেল বহু আকাঙ্ক্ষিত বাগদা হাসপাতালে সিজারিয়ান বিভাগ। এতদিন প্রসূতি মায়েদের ডেলিভারির জন্য বাগদা ব্লকের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ৩০/৪০ কিলোমিটার দুর থেকে অতি কষ্টে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছাতে হত।

বাগদা বিধানসভা এলাকার কাজের লোক হিসাবে পরিচিত বাগদার জনপ্রিয় বিধায়ক বিশ্বজিৎ দাসের বদৌলতে এবার থেকে কোন জটিল অবস্থার প্রসূতি ছাড়া প্রায় ৯০ শতাংশ প্রসূতির ডেলিভারি বাগদা হাসপাতালেই করানো সম্ভব হবে।এমনটাই জানালেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা।

সেই সাথে বক্তব্য প্রদান কালে বাগদা হাসপাতালের বিএমওএইস ডাঃ প্রনব মল্লিক জানান, আপাতত হাতের কাছে রক্তের যোগান, একটু লোকবল ও একটা জেনারেটরের ব্যাবস্থা করলে এই কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উত্তর ২৪ পরগনা জেলার সকল ব্লক হাসপাতাল গুলোর মধ্যে বাগদা গ্রামীন হাসপাতালের নাম সকল দিক থেকে রয়েছে শীর্ষে।

উপস্থিত ডাক্তার বাবুদের যুক্তিসংগত দাবির কথা মাথায় রেখে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও সহঃসভাপতি তরুন ঘোষ তাৎক্ষনিক ভাবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অতি দ্রুত বাগদা হাসপাতালে একটা জেনারেটর দেবার ঘোষণা দেন এবং পরবর্তীতেও বাগদা পঞ্চায়েত সমিতি এধরনের জনকল্যাণ মূলক কাজে সর্ব্বদা পাশে থাকবেন।

বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগদার জনপ্রিয় বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি তরুন ঘোষ, কর্মাধ্যক্ষ অরূপ পাল, ভানুমতি বালা, রাজা রামমোহন সর্দার, প্রতিমা রায়, মাধুরী সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে এসআই দেবীদাস মুখার্জি,

ডেপুটি সিএমওএইস ডাঃ সোমনাথ মন্ডল, এসিএমওএইস সাহেব, বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ শংকর প্রসাদ মাহাতো, বাগদা হাসপাতালের বিএমওএইস ডাঃ প্রনব মল্লিক। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ অলোক দাস, পুতুল সাহা বিশ্বাস, সমাজ সেবক শংকর অধিকারী, মুকুল হালদার, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *