মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নতুন ‘ইছামতী জেলা’ ঘোষণা করায় মহা খুশি বনগাঁ, বাগদা, গাইঘাটা, গোপালনগর সহ আশপাশের সাধারণ মানুষ।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ মহকুমার সাথে আশপাশের বেশ কিছু এলাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নতুন ‘ইছামতী জেলা’ ঘোষণা করায় মহা খুশি বনগাঁ, বাগদা, গাইঘাটা, গোপালনগর সহ আশপাশের সাধারণ মানুষ। ইতিপুর্বে উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে বনগাঁ পুলিশ জেলা করা হলেও উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক কার্যালয়গুলি বারাসতে থাকায় জেলাশাসকের অফিসে বিভিন্ন কাজের প্রয়োজনে সীমান্তবর্তী বাগদা থানার মানুষের প্রায় ১০০ কিঃমিঃ পথ বাসে ও ট্রেনে করে ছুটে যেতে হত সেই বারাসাতে। সারাটা দিন কেটে যেত জেলার কাজ মেটাতে। তারপর শারিরিক ভাভে অসুস্থ মানুষদের বনগাঁ লোকালের ভিড় সামলে বারাসাতে পৌঁছানো নিঃসন্দেহে বড্ডো কঠিন ব্যাপার ছিল।
সেকারনে মহকুমার একটা বড় অংশের মানুষের অভিমত, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী পদক্ষেপে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ অনেক কমবে বলে দাবী এলাকার বয়স্কদের।