রাজ্য

“মেঘালয়ের মানুষ বাংলায় গিয়ে দেখে আসুন, ক্রিসমাস বাংলায় কি ভাবে উদযাপিত হয়”- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : “মেঘালয়ের মানুষ বাংলায় গিয়ে দেখে আসুন, ক্রিসমাস বাংলায় কি ভাবে উদযাপিত হয়”৷ কেন্দ্রের সিদ্ধান্তে ২৫শে ডিসেম্বর খৃষ্টানপর্ব ক্রিসমাসের ছুটি বাতিল ঘোষনা করায় বিজেপির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে কথা গুলো বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেঘালয় সফরে গিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, মেঘালয়ের উন্নয়নের জন্য বিজেপি কিছুই করেনি। উত্তর-পূর্বকে অবহেলা করছে তাঁরা। শুধু ভোটের সময়ে নেতারা এসে টাকা ছড়ায়। কোন বহিরাগত এসে মেঘালয় শাসন করবে তা মেনে নেবে না মেঘালয়ের জনগন।

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের হয়ে মেঘালয়েরই মানুষ সরকার চালাবে সেখানে। আমি ও অভিষেক আপনাদের পরামর্শ দেব। বাংলার মত উন্নয়নের জোয়ার বইবে মেঘালয়ে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে মাসে ১০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবে মেঘালয়ের মায়েরা। বাংলার মত স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সুবিধা পাবে মেঘালয়বাসীরাও। আজ মেঘালয়ের শিলংয়ের এক জনসভা থেকে এমনটায় ঘোষণা দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *