জেলার খবর

“মেরী মাটি মেরা দেশ” শীর্ষক অনুষ্ঠানে রবীন্দ্র নাট্য সংস্থা

নীরেশ ডৌমিক : “মেরী মাটি মেরা দেশ”শীর্ষক অনুষ্ঠানে EZCC, Ministry of Culture, Government of India সহযোগিতায় রবীন্দ্র নাট্য সংস্থা গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনার তিনটি ব্লকে (স্বরূপ নগর, ইছাপুর ১, ঠাকুর নগর) নাটক -“আমার ভারত” পরিবেশিত হলো, সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্ম বোধের প্রতি শপথ গ্রহণ ও আমৃত কলসে মৃত্তিকা অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য্য, সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুরুতে তিনটে ব্লকেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, স্বরূপনগর ব্লকে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বরূপ নগর গয়েশ পুর প্রাথমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক দাস, ইছাপুর ১ ও ঠাকুর নগর ব্লকে পতাকা তোলেন বিশ্বনাথ ভট্টাচার্য্য “আমার ভারত” নাটকের নাট্যকার উজ্জ্বল মুখোপাধ্যায়, নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য্য, অভিনয় করেছে আলোকবর্তিকা ভট্টাচার্য্য, তিথি রায়, শর্মিষ্ঠা রায়, শোভন মণ্ডল,

দেবার্ঘ পাইক, সমরেশ মল্লিক, ঋতুপর্ণা মুখার্জী, দিব্যেন্দু মণ্ডল। প্রত্যেক ব্লকে অনুষ্ঠানের শেষে ছাত্র – ছাত্রীদের ও সাধারণ দর্শকদের হাতে জাতীয় পতাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *