গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে সাড়ম্বরে ভরত মুনি জয়ন্তী উদযাপন

নীরেশ ভৌমিক : ১২ই ফেব্রুয়ারি ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভরত মুনি জয়ন্তী। নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনির জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বিশিষ্ট শিক্ষক সাংবাদিক নীরেশ ভৌমিক মহাশয়।

তিনি ভরত মুনির প্রতিকৃতিতে মাল্য দান করেন। উপস্থিত সমস্ত অতিথি ও নাট্য শিল্পীরা ভরত মুনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বক্তব্য রাখেন নীরশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা, পলাশ মন্ডল, বিশ্বনাথ ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, নৃত্য পরিবেশন করে অঞ্জলি মৃধা, রাজ্যশ্রী দাস। সংগীত পরিবেশন করেন শিল্পী সেন।

সবশেষে দুটি নাটক মঞ্চস্থ হয় রবীন্দ্র নাট্য সংস্থার কর্মশালা ভিত্তিক নাটক “বিধাতা পুরুষ”। রচনা মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য।

মেদিয়া ছাত্র কল্যাণ বিদ্যাপীঠের একটি ছোটদের নাটক। রচনা ও নির্দেশনা কমল কৃষ্ণ পাইক। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রদীপ ভট্টাচার্য।








