যথাযোগ্য মর্যাদায় মহাবারুনীর পূন্যস্নান হল মতুয়াতীর্থ ঠাকুরনগরে
পারফেক্ট টাইম রিপোর্টার দীপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : জয় হরিবল ধ্বনিকে সম্বল করে ডাঙ্কা কাশির তালে তালে একটু শান্তির খোঁজে মতুয়া করলো আজ পুর্ণ্য স্নান। হ্যাঁ আজ মতুয়াদের মহাতীর্থ ঠাকুর নগরে আজ
“মহাবারুনীর পূন্যস্নান”। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগর মতুয়া মেলায় সমাগম হয় লক্ষ লক্ষ মতুয়া ভক্তের।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষনা করা হয় সরকারী ছুটির, কেন্দ্রীয় রেলমন্ত্রক অসংখ্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দেন আজ। মতুয়া মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় রাজ রাজ্য সরকারের তরফ থেকে। অনুষ্ঠানের সর্ব্বাঙ্গীন মঙ্গল কামনা করে ভার্চুয়াল বার্তা দেন দেশের প্রধান মন্ত্রী।