জেলার খবরস্বাস্থ্য

রক্তদান শিবির অনুষ্ঠিত হল হেলেঞ্চার ‘বাগদা ব্লক মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি’ প্রাঙ্গণে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রক্ত কোন কল কারখানাতে তৈরী করা যায় না। আবার কোন পশুর রক্ত মানুষের শরীরে প্রবেশ করানো যায় না। একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য আপনার আমার দান করা রক্তই প্রয়োজন হয়। রক্ত দীর্ঘ দিন সংরক্ষণ করা যায় না।

রক্ত ৩০ দিন সংরক্ষণ করা যায়। বতর্মান রক্ত সংকট চলছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে সাংস্কৃতিক, সামাজিক,মানবিক সংগঠন প্রিয় আত্মজন ও বাগদা ব্লক মার্কেটিং কো-অপারেটিভ লি. হেলেঞ্চার যৌথ আয়োজনে স্বেচ্ছা রক্তদান শিবির হল গত ১১ মে ২০২৪।

বিপুল উৎসাহ উদ্দিনপনার মধ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হ’ল। বিকাল 4টা রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। উক্ত রক্তদান শিবিরে অনেক গুণি বিশিষ্টজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক নারায়ণ মন্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষ দেব বর্মন, বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ,

গীতিকার শুকলাল বিশ্বাস, বাগদা ব্লক মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শচীন বিশ্বাস, সম্পাদক অনুপ ঘোষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব,কবি,প্রিয় আত্মজনের সভাপতি অধ্যাপক ড.অনুপ কুমার বিশ্বাস, সমবায় উন্নয়ণ আধিকারিক অশোক কুমার বাড়ৈ,

বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রতিমা রায়, শিক্ষক তাপস বালা, তন্ময় বালা, সংগীত শিক্ষক তাপস মন্ডল, শিক্ষক প্রশান্ত হালদার, সংশপ্তক এর সম্পাদক শুভংকর মোদক, সভাপতি অপূর্ব বিশ্বাস, চর্যাপদের সম্পাদক অধ্যাপক সুকান্ত কীর্তনিয়ার,

সভাপতি প্রণয় দেবনাথ, তাপস রায়, বিশিষ্ট সমাজ সেবী বাসুদেব বিশ্বাস, বহুবার রক্তদাতা রঞ্জিত সিংহ, তপন তামাং, সঞ্জীব মন্ডল, গৌর বিশ্বাস, হোসেন মন্ডল, হরশিত বিশ্বাস, অমূল্য রতন বাড়ৈ, অনিমেষ দাস ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, কবি প্রিয় আত্মজনের সম্পাদক সত্য মোদক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী মহুয়া চ্যাটার্জী। মহান রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন রক্তদান শিবিরের আয়োজন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ও করোনার সময় প্রিয় আত্মজন, হেলেঞ্চা সংশপ্তক, ফাতনা সাহিত্য পত্রিকা,

কলকাতা সমলয় মানুষের পাশে থেকে করেছেন জানিয়ে ও বতর্মান রক্ত সংকট মোচনের জন্য রক্তদান শিবির এই শিবিরে উপস্থিত সকলকেই অভিনন্দন ও অন্তরের ভালোবাসা জ্ঞাপন করেন আয়োজক সংগঠনের সম্পাদক সত্য মোদক। জানা গেছে, রক্তদান শিবিরটিতে ৬৩ জন মহান রক্তদাতা রক্তদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *