অনুষ্ঠানজেলার খবরবিনোদন

রজত জয়ন্তীর কেতন ওড়ালো হাবড়ার নৃত্য প্রভা ডান্স অ্যাকাডেমী

সংবাদদাতা: হাবড়া নৃত্য প্রভা ডান্স অ্যাকাডেমীর আয়োজনায় অশোকনগর শহীদ সদন মঞ্চে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় । এই নৃত্য সংগঠনের রজতজয়ন্তী বর্ষের সূচনা লগ্নের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় চক্রবর্তী, দিলীপ ঘোষ, সুভাষ দে, মম গাঙ্গুলী বিশ্বাস সহ অন্যান্যরা ।

উপস্থিত অতিথিরা সকলেই নৃত্যপ্রভা অ্যাকাডেমির উচ্ছ্বসিত প্রশংসা করে এলাকার নৃত্যের প্রচার- প্রসারে সংগঠনের কর্ণধার আশীষ বণিকের অবদান তুলে ধরেন । আশীষবাবু জানান,’ প্রাকৃতিক দুর্যোগ দানাকে উপেক্ষা করে বহু দর্শক সাধারণের উচ্চকিত কলতানে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা সার্থক । দর্শক আমাদের ভগবান, আগামীতে আরো ভালো অনুষ্ঠান উপহার দেওয়ায় অঙ্গীকার করছি।

সুস্থ- সংস্কৃতি প্রচার- প্রসারে আমাদের এই কর্ম বা অনুশীলন জারি থাকবে।’ নৃত্য প্রভার শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত সহ ভারতীয় বিভিন্ন ধারার মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করে । অনুষ্ঠান অঙ্গনে অভিভাবক সহ দর্শক সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । অনুষ্ঠান সঞ্চালনায় পলি দত্ত অনন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *