রাজ্য

বাগদার রণঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে মাছের ডিম পাচারের ছক বানচাল করলো বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের রণঘাট সীমান্তের তাঁরকাটা বিহীন নদীর তীরবর্তী এলাকা থেকে পাচারের সময় ৩,৪৫,০০০(তিন লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা মুল্যের চারা পোনা তৈরীর উপযোগী ২৩(তেইশ) প্যাকেট মাছের ডিম উদ্ধার করে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের জওয়ানরা। সেই সাথে বিএসএফের হাতে ছয় হাজার টাকা মুল্যের ১ টা অপো মোবাইল সহ গ্রেফতার হয় সুকান্ত দলপতি নামে পাচারকারী দলের ১ জন সদস্য। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে রণঘাট সীমান্তের তাঁরকাটা বিহীন নদীর তীরবর্তী এলাকায় দুই দেশেরই ১০\১২ জন করে পাচারকারী কিছু বস্তা নিয়ে মুখোমুখি হতে যাচ্ছে। বিএসএফ নাইট ভিষন ক্যামেরায় সেটা দেখতে পেয়ে চোরাচালানীদের চ্যালেঞ্জ করলে তারা বিএসএফদের কথায় কোন রকম কর্ণপাত না করে বাংলায় গালিগালাজ সহ বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। ওই মৃহুর্তে নিরাপত্তার কথা ভেবে বিএসএফ এক রাউন্ড ফাঁকা গুলিও চালায় বলে জানা যায়। সেই সময় অন্য সব চোরাচালানীরা কিছু বস্তা ফেলে পালিয়ে গেলেও এক ব্যাক্তি পাশের খাদে পড়ে যায় এবং টহলদারী বিএসএফদের হাতে ধরা পড়ে। পরে বিএসএফের জিজ্ঞাসাবাদে ধৃত সুকান্ত দলপতি জানায়, সে একজন দরিদ্র শ্রমিক তার বাড়ি রনঘাটের আউলডাঙা গ্রামে এবং তাদের গ্রামেরই বাসিন্দা চোরাচালানী সত্তু বালা(২৬) ও তার স্ত্রী সুপ্রিয়া দলপতি (২৪) বাংলাদেশের মহেশপুর থানার মাটিলা গ্রামের হযরত আলী, মাদি রমা, ইসান আলি ও মোস্তফার নিকট পাঠানো জন্য এই বস্তাগুলি ১০০০ টাকা পারিশ্রমিকের ভিত্তিতে তাকে দিয়েছিল। এ ব্যাপারে বিএসএফের ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং ভিজিল্যান্স-জি ব্রান্সের অফিসার বলেন, সীমান্তে কোন প্রকার চোরাচালান হতে দেবে না বিএসএফ। সীমান্তে নিরাপত্তার জন্য বিএসএফ জওয়ানরা সর্বদাই তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *