রণঘাট ৬৮ বিএন বিএসএফ হেড কোয়াটারে যোগা দিবস পালন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় জহিরুল ইসলাম : আনুষ্ঠানিক ভাবে যোগা দিবস উদযাপন করলো বাগদা ব্লকের কুলে রণঘাট ৬৮ বিএন বিএসএফ হেড কোয়াটারের অসংখ্য বিএসএফ জওয়ানরা।
এদিন ৬৮ বিএন বিএসএফ হেড কোয়াটারের বিএসএফের এসি বিএন পন্ডির সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত যোগা দিবস উদযাপন অনুঠানে অংশ নেন অসংখ্য বিএসএফ জওয়ানদের সাথে কুলিয়ার এটিএস একাডেমির তাইকন্ডো প্রশিক্ষক জহিরুল ইসলাম মন্ডলও।