রবীন্দ্র নজরুল সন্ধ্যা ২০২৩ উদযাপন করলো দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে গত ৩০শে মে পালিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা ২০২৩, অনুষ্ঠানটি আয়োজিত হল ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র ‘শিল্পশালা’য়।
নিতান্তই স্বল্প সময়ে অনুষ্ঠানটির আয়োজন করা হলেও “দৃষ্টির” সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় ও বিভিন্ন গুণীজন সমাগমে অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায়, এদিন অনুষ্ঠানের সূচনা হয় শিল্পী মেহবুব হোসেন খাঁ এর সঙ্গীতের মাধ্যমে এবং এরপর এই দিনের তাৎপর্য বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় শ্রী মনোজ ঘোষ মহাশয় ও শুভব্রত ভট্টাচার্য্য।
এরপর নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্য ও নাট্যশিল্পী ঐশী ভট্টাচার্য্য,অহনা দাস,সুস্মিতা দাস, বোধিসত্ত্ব রাহুল,এছাড়াও আরও কিছু নৃত্য ও একক সঙ্গীত এই দিন পরিবেশিত হয়, দত্তপুকুর দৃষ্টির আমন্ত্রণে এই অনুষ্ঠানে শ্রুতি নাটক পরিবেশন করেন ” আমরা উড়ান” এর শিল্পী মাননীয় শ্রী জোর্তিময় রায় ও মধুমিতা রায়।
এর সাথেই এই দিন অনুষ্ঠানে মঞ্চস্থ হয় দত্তপুকুর দৃষ্টির দুটি অসাধারণ প্রযোজনা, শ্রুতিনাটক – ” মাল্যদান” ও নৃত্যনাট্য- “তিনকন্যা”। অনুষ্ঠানের শেষে দৃষ্টির কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য একটি শিশু নাট্য কর্মশালার কথা ঘোষণা করেন যেটি আগামী ৩১শে মে থেকে চলবে ৪ঠা জুন পর্যন্ত এবং কর্মশালাটির শেষে সকল অংশগ্রহণকারীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে ।
এদিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমন্ত্রিত সকলেই অনুষ্ঠানটির গুরুত্ব ও স্বার্থকথা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং সবশেষে উপস্থিত সকলের জন্যই নৈশভোজের ব্যবস্থা করা হয়।