রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ২৫শে বৈশাখ, ইংরেজি ৯ ই মে, রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন।
কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাবন্ধিক পলাশ মণ্ডল। উপস্থিত ছিলেন সাংবাদিক নীরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, মেহেদী সানি, উদয়শংকর দাস সহ বহু গুণীজন, প্রত্যেকে কবির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দিতিকা সর্দার, আলোকবর্তিকা ভট্টাচার্য, আকন দাস, রিমা দাস, ভাগ্যাশ্রী দাস, অভীপ্সা ঘরাই ও রবীন্দ্র নাট্য সংস্থার নৃত্য শিল্পী থিতি রায়, অঞ্জলী মৃধা, ঈশিতা বিশ্বাস, শর্মিষ্ঠা রায়, ঋতুপর্ণা মুখার্জী। আবৃত্তি করেন আলোকবর্তিকা ভট্টাচার্য, ঈশিতা মল্লিক আইভী সান্যাল ও নীরেশ ভৌমিক।
বক্তব্য রাখেন পলাশ মণ্ডল, প্রীতম দেবনাথ, পাঁচুগোপাল হাজরা, নিরেশ ভৌমিক। সব শেষে সঙ্গীত পরিবেশন করেন অভীপ্সা ঘরাই, বিশ্বনাথ ভট্টাচার্য। সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।